লা লিগায় সবচেয়ে দামি খেলোয়াড় মেসি

লা লিগায় সবচেয়ে দামি খেলোয়াড় মেসি

ছবি: সংগৃহীত

আবারও স্প্যানিশ লা লিগার সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হিসেবে মনোনীত হলেন মেসি। ১৪০ মিলিয়ন ইউরো বাজারদর নিয়ে সবার উপরে আছেন এই ক্ষুদে জাদুকর! ফুটবল বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ট্রান্সফার মার্কেট গতকাল (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) স্প্যানিশ লা লিগার সবচেয়ে দামি খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে।

খেলোয়াড়দের বর্তমান ফর্ম, বয়স, গোল করা এবং অ্যাসিস্টের ক্ষমতাসহ আরও কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই মূলত তৈরি করা হয়েছে এই তালিকা। এই তালিকায় বরাবরের মতো সবার ওপরে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ মিলিয়ন ইউরো।

ট্রান্সফার মার্কেটের বিবেচনায় লা লীগার সর্বোচ্চ দামি ১০ জন ফুটবলারের তালিকা :

লিওনেল মেসি (বার্সেলোনা) – ১৪০ মিলিয়ন ইউরো
এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ) – ১২০ মিলিয়ন ইউরো
আন্তোনিয়ো গ্রিজম্যান (বার্সেলোনা) – ১২০ মিলিয়ন ইউরো
হোয়াও ফেলিক্স (অ্যাতলেটিকো মাদ্রিদ) – ১০০ মিলিয়ন ইউরো
ইয়ান ওবলাক (অ্যাতলেটিকো মাদ্রিদ) – ১০০ মিলিয়ন ইউরো
ডি ইয়ং (বার্সেলোনা) – ৯০ মিলিয়ন ইউরো
সাউল নিগুয়েজ (অ্যাতলেটিকো মাদ্রিদ) – ৯০মিলিয়ন ইউরো
আন্দ্রে স্টেগান (বার্সেলোনা) – ৯০ মিলিয়ন ইউরো
রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ) – ৮০ মিলিয়ন ইউরো
উসমান দেম্বেলে (বার্সেলোনা) – ৭৫ মিলিয়ন ইউরো

তবে সব লিগ মিলে মেসির চেয়ে বাজার মূল্য বেশি আছে রাহিম স্টারলিং, নেইমার, কেভিন ডি ব্রুইন, হ্যারি কেন, এমবাপের। এতে কেন ও ডি ব্রুইনের বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো, স্টারলিং ও নেইমারের জন্য ১৬০ মিলিয়ন ইউরো ও ২০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে এমবাপের জন্য। তবে জুভেন্তাস মহাতারকা ক্রিশ্চায়ানো রোনালদোর বাজার মূল্য ৭৫ মিলিয়ন ইউরো।