আওয়ামীলীগের ফাঁকা পদে নতুনের সঙ্গে পুরাতনরাও

আওয়ামীলীগের ফাঁকা পদে নতুনের সঙ্গে পুরাতনরাও

ফাইল ছবি

ফাঁকা পদ পূরণ করে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ফাঁকা পদে নতুন মুখ ও পুরোনো নেতারাও থাকবেন। তবে মন্ত্রিসভার সদস্যরা থাকবেন কি না, সে সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে (গত শনিবার) আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২টি পদে নেতা নির্বাচন করা হয়। এখনো সম্পাদকমণ্ডলীর ১০টি, কোষাধ্যক্ষের ১টি ও নির্বাহী কমিটির ২৮টি পদ শূন্য আছে। অর্থাৎ আরও ৩৯টি পদ পূরণ করতে হবে।

গতকালের বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা বলেন, সভাপতিমণ্ডলীর সদস্যরা দলের কেন্দ্রীয় কমিটির ৩৯টি ফাঁকা পদে নিজ নিজ পছন্দের নাম প্রস্তাব করেছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে দলীয় প্রধান শেখ হাসিনাকে। সভাপতিমণ্ডলীর সদস্যদের দেওয়া নামের তালিকা যাচাই–বাছাই করবেন তিনি। এরপর কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত।

বৈঠক সূত্র জানায়, সভাপতিমণ্ডলীর সদস্যরা একই পদে একাধিক নেতার নাম প্রস্তাব করেছেন। তবে মন্ত্রিসভায় থাকা কারও নাম কেউ প্রস্তাব করেননি। ফলে ফাঁকা পদে মন্ত্রীদের থাকা না–থাকা নির্ভর করছে দলীয় প্রধানের ওপর। তবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে মন্ত্রিসভার দু-একজন সদস্যকে রাখা হতে পারে।

নাম না প্রকাশের শর্তে দলের একজন নেতা জানান, এবারই প্রথম সভাপতিমণ্ডলীতে যুক্ত হওয়া শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে বৈঠকের শুরুতেই নিজেদের পরিচিতি তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাঁরা একে একে নিজেদের রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। এ ছাড়া বৈঠকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দলীয় কর্মসূচির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে গত রাতে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে থাকা নেতারা এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। টুঙ্গিপাড়ায় যৌথসভার মাধ্যমে দলের নতুন কমিটির যাত্রা শুরু হবে।