পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ : পাপন

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ  : পাপন

ফাইল ফটো

কয়েকদিন ধরেই আলোচনায় বাংলাদেশের পাকিস্তান সফর। আসন্ন এ সফরে টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট সিরিজও রয়েছে। তবে বাংলাদেশ কেবল টি-টোয়েন্টি খেলতে চায়। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছে ঘরের তাদের মাঠেই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। পিসিবি এমনটি বলার পরও নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পাকিস্তানে আপাতত টেস্ট খেলতে যাবে না বাংলাদেশ।’

পাকিস্তানের নিরাপত্তা ইস্যুটাই সবার আগে বিসিবির কাছে। পাপন বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমরা সবার আগে খুঁটিয়ে দেখেছি পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন? আমরা যতটা জেনেছি, তাতে মনে হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে। আমাদের নারী দল গিয়েছে, ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল খেলে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি।

তারা কেউ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি।’
তবে খেলোয়াড়দের মধ্যে পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ কাজ করছে। ইতিমধ্যেই জানা গেছে, দলের কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ পাকিস্তানে যেতে আগ্রহী নয়। এ কারণেই এখন পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ।