যুক্তরাষ্ট্রে ইহুদি অধ্যুষ্যিত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে

যুক্তরাষ্ট্রে ইহুদি অধ্যুষ্যিত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কের শহরতলি এলাকায় শনিবার ইহুদিদের এক ধর্ম যাজকের (রাব্বি) বাসায় নববর্ষ উদযাপন অনুষ্ঠানে হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন৷

ডিসেম্বর মাসের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত ইহুদি ধর্মীয় রীতিতে হানুক্কাহ নববর্ষ উদযাপন করে থাকেন ইহুদি ধর্মাবলম্বীরা৷

আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান৷ এ ঘটনার পর নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে ইহুদি অধ্যুষ্যিত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। খবর বিবিসির।

নিউইয়র্কের পার্শ্ববর্তী মনসি এলাকায় এক রাব্বির বাড়িতে শনিবার সন্ধ্যায় হানুক্কাহ নববর্ষ উদযাপন অনুষ্ঠান করতে শতাধিক মানুষ জড়ো হন৷

এ সময় কৃষ্ণাঙ্গ যুবক গ্রাফটন থমাস ছুরি হাতে এলোপাতাড়ি হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ৷ পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

এ ঘটনার পূর্ণ তদন্তের আদেশ দিয়েছেন নিউইর্কের গভর্নর আন্ড্রেও কিউমো৷ ঘটনাটিকে ‘ভয়াবহ' উল্লেখ করে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, এ এলাকাটিতে অনেক ইহুদি পরিবার রয়েছে৷ তারা আতঙ্কের মধ্যে আছেন৷ তারা অত্যন্ত আতঙ্কিত৷ এমনকি নিজেদের ধর্মীয় পোশাক পরে বাইরে যেতেও ভয় পান তারা৷

এ হামলাকে বর্বর আক্রমণ বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷

মনসি এলাকায় মূলত অর্থোডক্স ইহুদিরা বাস করেন৷ নিউইয়র্ক ও এর আশপাশের এমন এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে পুলিশ অন্তত ছয়টি ইহুদিবিদ্বেষী হামলার কথা জানিয়েছে৷