দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে চায় না :কাদের

দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে চায় না :কাদের

ফাইল ফটো

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের ৯০ মানুষ বিএনপির নেতিবাচক রাজনীতির বিপক্ষে। ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এই শতাংশ মাত্রা আস্তে আস্তে তলানিতে গিয়ে দাঁড়াবে। যদি দেশের জনগণ তাদের ভোট দেয় তাহলে তারা জিতবে।’     

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে “শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ” সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে, এজন্য আমরা তাদের স্বাগত জানিয়েছি। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সকলের কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচনে হেরে গেলে বিএনপি কারচুপির অভিযোগ করবে। নারায়ণগঞ্জে এত সুন্দর নির্বাচন হলো, তারপরও তারা সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছে। এটা তাদের পুরনো অভ্যাস। নির্বাচন সুন্দরভাবেই হবে, কারণ নির্বাচন কমিশনকে আমরা সকল প্রকার সুযোগ-সুবিধা দিচ্ছি।’এর আগে, সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল প্রমুখ।