যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেল না জাভেদ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেল না জাভেদ

ফাইল ফটো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অংশ নেয়ার কথা ছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার জেরে দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কারণেইে এ পদক্ষেপ।

১৯৪৭ সালের জাতিসংঘের সদর দফতরের চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধারণত বিদেশী কূটনীতিকদের জন্য জাতিসংঘে আসার অনুমতি দিতে বাধ্য। কিন্তু ওয়াশিংটন জানায়, তারা নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও বৈদেশিক নীতির কারণে ভিসা বাতিলের অধিকার রয়েছে।তবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন থেকে বলা হয়েছে, আমরা মিডিয়ার রিপোর্টগুলো দেখেছি, তবে যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জারিফের ভিসার বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জরিফের ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রয়টার্স।