ইরানের ভয়ে ইসরাইলি মন্ত্রীর দুবাই সফর বাতিল

ইরানের ভয়ে ইসরাইলি মন্ত্রীর দুবাই সফর বাতিল

ছবি: সংগৃহীত

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ নিরাপত্তা শঙ্কায় দুবাই সফর বাতিল করেছেন। দেশটির কূটনৈতিক সূত্র গতকাল রোববার জানায়, ইরান-আমেরিকার মধ্যে চলমান উত্তেজনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে উপসাগরীয় এক্সপো ২০২০ এ অংশগ্রহণের কথা ছিল তার। কিন্তু দেশটির নিরাপত্তা বিভাগের পরামর্শে এই সফর বাতিল করা হল। নতুন করে সফরের তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।

গত কয়েক দশক ধরে ইরান ও আমেরিকার মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান। কিন্তু সম্প্রতি মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলাইমানি নিহত হলে উত্তেজনা চরমে পৌঁছায়।

১৯৭৯ সাল থেকে ইরান ও ইসরাইলের মধ্যে আঞ্চলিক বৈরিতা রয়েছে। এ ছাড়া ইসরাইল মধ্যপ্রাচ্যের সুন্নিপন্থী দেশগুলোর সাথে সখ্য গড়ে তুলতে চাইছে। অন্য দিকে আমেরিকার বন্ধুপ্রতিম হওয়ায় ইসরাইলের সাথে ইরানের বৈরী সম্পর্ক গড়ে উঠে। রয়টার্স।