ঝিনাইদহ সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে ইছামতি নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় হোসেন (২২)। তিনি জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের সবুর হোসেনের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে মহেশপুর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে নিহত হৃদয়সহ কয়েকজন ভারত থেকে বাংলাদেশে আসছিল। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ধাওয়া করে। বিএসএফ সদস্যদের তাড়া খেয়ে অন্যান্যরা নদী পার হয়ে বাংলাদেশে আসতে পারলেও হৃদয় নদীর পানিতে ডুবে যায়। পরে বুধবার তার লাশ পাওয়া যায়।

অন্য একটি সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ভারতে যায় হৃদয়। ভারতের মুম্বাই শহরে কাজ করতো হৃদয়। সম্প্রতি ভারতে এনআরসির কারণে নির্যাতন বেড়ে যাওয়ায় তারা গত ১০ জানুয়ারি রাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদের সাথে থাকা দুই জন ইছামতি নদী পার হতে পারলেও হৃদয় নদীতে ডুবে মারা যায়।