যুক্তরাষ্ট্র চায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন : আর্ল রবার্ট মিলার

যুক্তরাষ্ট্র চায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন : আর্ল রবার্ট মিলার

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন দেখতে চায়।
আমরা আশা করি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে যান মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। আর মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আরও দুই সদস্য।