তিন উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত আজ

তিন উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত আজ

ফাইল ছবি

জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা।

আজ (২১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, বৈঠকে গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা হবে। গাইবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ঢাকা-১০ আসনটি ২৯ ডিসেম্বর এবং ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য হয়।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, উপনির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হতে পারে বৈঠকে। এক্ষেত্রে মার্চের দ্বিতীয় সপ্তাহের দিকে ভোট হতে পারে।