এনবিআরের সার্ভার হ্যাকড

এনবিআরের সার্ভার হ্যাকড

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিন সার্ভার হ্যাকড হয়েছে। সংঘবদ্ধ একটি চক্র এনবিআরের একজন কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড জালিয়াতি করে অবৈধভাবে সার্ভারে ঢুকে ভুয়া ই-টিনের অনুমোদন দিয়েছে। এঘটনায় এক আয়কর আইনজীবীসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এবিষয়ে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও নেটওয়ার্ক প্রকৌশলী সুমন আহমেদ বলেন, সার্ভার হ্যাকড হওয়ার বিষয়টি খুবই উদ্বেগের। সরকারি প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তাব্যবস্থা যে কতটা দুর্বল, এটা তার বড় প্রমাণ। তারা কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু নিরাপত্তার দিকে জোর দেয় না। অথচ এই হ্যাকিংয়ের সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি জড়িত।