ভোটের মাঠে অতিরিক্ত পুলিশ চায় মন্ত্রণালয়, ইসির নাকচ

ভোটের মাঠে অতিরিক্ত পুলিশ চায় মন্ত্রণালয়, ইসির নাকচ

ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়তি পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতে সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২০ জন এবং গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে ২০ থেকে ২২ জন মোতায়েনের কথা জানানো হয়েছে। আর ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তায় পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং টিমের সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

এতে কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রস্তাবনা উল্লেখ করে দুই সিটি নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনার খসড়া পরিপত্র নির্বাচন কমিশনে পাঠিয়েছে জননিরাপত্তা বিভাগ।

তবে ভেটিংয়ে পুলিশ ও বিজিবি বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রস্তাবনা অনুযায়ী পুলিশ মোতায়েন পরিকল্পনা উল্লেখ করে পরিপত্র জারি করতে নির্দেশনা দেয়া হচ্ছে।

সোমবার বা আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত পরিপত্র জারি করার কথা রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।