জাতির পিতাকে পত্র লিখল ইবি শিক্ষার্থীরা

জাতির পিতাকে পত্র লিখল ইবি শিক্ষার্থীরা

ছবি:সংগৃহীত

পত্র লিখে তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট পত্র প্রেরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতার নিকট পত্র লিখ, পঠন ও প্রেরণ’ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের লেখা এসব পত্র বেলুনে উড়িয়ে জাতির পিতার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সামাজিক সংগঠন ‘লন্ঠন’র আয়োজনে সোমবার বেলা ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাতির পিতার নিকট লিখেন তাদের মনের অব্যক্ত কথামালা। তারপর বাছাইকৃত কিছু পত্র পাঠ করে সবাইকে শোনানো হয়। পরে সকলের লেখা পত্র বেলুনের সাথে উড়িয়ে প্রতীকিভাবে বঙ্গবন্ধুর উদ্দেশ্য প্রেরণ করা হয়। লিখিত পত্রগুলোর মধ্যে থেকে সেরা তিন পত্রের লেখককে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল । এসময় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম ও বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন।

এবিষয়ে লন্ঠনে’র সভাপতি আব্দুর রউফ বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে নতুন প্রজন্মের কাছে তার আদর্শকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। আমরা পত্রগুলোর অনুলিপি উড়িয়ে প্রতিকীভাবে বঙ্গবন্ধুর নিকট প্রেরণ করেছি। মূল চিঠিগুলো প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে পাঠানোর চেষ্টা করব।’