পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

ছবি:সংগৃহীত

টানা প্রায় পাঁচ মাস অস্বাভাবিক আচরণ করে চলেছে পেঁয়াজ। দুই দিনের ব্যবধানে দেশী নতুন পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। খোদ টিসিবির হিসাবেই গত বছরের এ সময়ে প্রতি কেজি দেশী নতুন পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০ থেকে ২৫ টাকা। আর গতকাল বিক্রি হয় ১৩০ থেকে ১৪০ টাকা।

ভুক্তভোগীদের অভিযোগ এক বছরের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০০ গুণ দাম বেড়ে যাওয়ায় ‘লজ্জিত’ টিসিবি তার দৈনন্দিন বাজারদরের তালিকায় এ ঘরটি পূরণই করেনি। ১৬০০ টাকার এলাচ ছয় হাজার টাকা কেজিদরে বিক্রি হওয়ায় তালিকা থেকে মুছে দেয়া হয়েছে এ মসলাটির দামও। ৫০ থেকে ৭০ টাকা কেজিদরের রসুন এক বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকা।