উহান ফেরত পাইলটদের নিষেধাজ্ঞা

উহান ফেরত পাইলটদের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশির প্রথম দলটিকে যে পাইলটরা উড়িয়ে এনেছেন, তাদের এখন ঢুকতে দিতে চাইছে না অন্য দেশ।

এই পরিস্থিতিতে আরও ১৭১ বাংলাদেশিকে উহান থেকে ফেরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা গবেষণায় যুক্ত আছেন, এমন ৩১২ জন বাংলাদেশিকে গত শনিবার বিমানের একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজে করে গত শনিবার দেশে ফিরিয়ে আনা হয়।

তাদের কারও মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া না গেলেও সাবধানতার অংশ হিসেবে রাখা হয় ১৪ দিনের পর্যবেক্ষণে।  

সংবাদমাধ্যমে আসা খবর অনুযায়ী, ‘আকাশ প্রদীপ’ নামের বিমানের ওই উড়োজাহাজকে ১২ ঘণ্টা ধরে স্প্রে করে ‘জীবাণুমুক্ত’ করা হয়েছে।

কিন্তু এখন জটিলতা বেঁধেছে ওই ফ্লাইটের পাইলটদের নিয়ে। তাদের অন্য দেশ ঢুকতে দিতে রাজি না হওয়ায় অন্য কোনো পাইলটকে আর চীনে পাঠানোর ঝুঁকি নিতে পারছেন না বাংলাদেশ। ফলে দেশে ফেরতে আগ্রহী ১৭১ বাংলাদেশিকে উহানেই অপেক্ষায় থাকতে হচ্ছে।