নবীনদের বরণ করে নিল ইবির আল-ফিকহ বিভাগ

নবীনদের বরণ করে নিল ইবির আল-ফিকহ বিভাগ

ছবি:সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ভর্তি হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষ ¯স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগটি। মঙ্গলবার বেলা ১১টায় বিভাগের হল রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিভাগের সভাপতি আনোয়ারুল ওয়াহাবের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন। এসময় বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অধ্যাপক ড. আবু বকর মোঃ জাকারিয়া মজুমদার, সহকারী অধ্যাপক ড. হামিদা খাতুন, সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সংঞ্চালনা করেন মাস্টার্সের শিক্ষার্থী ইলিয়াস আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হালিমা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা করে বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়েছো। তাই কখনো  হীনমন্য হবে না। তোমরা জীবনের লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যাবে। ভালো লাগে সেটাতে মনোযোগ দিয়ে চেষ্টা করো একদিন সফলতা আসবে।’