করোনাভাইরাতে কাঁপছে চীনের অর্থনীতি

করোনাভাইরাতে কাঁপছে চীনের অর্থনীতি

ফাইল ছবি

চীনের করোনাভাইরাসের জ্বরে কাঁপছে বিশ্বের অর্থনীতি। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ইতিমধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ নতুন এলসিও (ঋণপত্র)।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) হিসেবে ইতিমধ্যে ঝুঁকিতে পড়েছে ২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। চলতি ফেব্রুয়ারি পর্যন্ত এ অচলাবস্থা অব্যাহত থাকলে এ পরিমাণ ক্ষতি হবে।

চীনের সঙ্গে সরাসরি ব্যবসা করছেন- এমন কয়েকজন ব্যবসায়ী জানান, বর্তমানে যে অবস্থা চলছে, বাংলাদেশকে তার অনেক বেশি মূল্য দিতে হবে। বিশেষ করে কাঁচামালের অভাবে শিগগির অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।