মালিতে সেনা অভিযান : নিহত ৩০

মালিতে সেনা অভিযান : নিহত ৩০

ছবি:সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখানে ২০১৪ সাল থেকে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী।

ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জঙ্গি নিহত হয়। এ সময় অনেক যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরও ১০ জঙ্গি নিহত হয়েছে। দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী। গত ডিসেম্বরেও মালিতে ফরাসি সেনাবাহিনীর চালানো জঙ্গিবিরোধী অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছিলেন।