শহীদ মিনারগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ মিনারগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

 ‘দেশের সব শহীদ মিনার এবং সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশাপাশি অগ্নিনির্বাপণের ব্যবস্থাও থাকবে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা সম্পর্কিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমনটা জানিয়েছেন।

মন্ত্রী জানান, ‘কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবং কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যে কোনও ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি গোয়েন্দা বাহিনীগুলোও তৎপর থাকবে।’