ইবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরীর উদ্বোধন

ইবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরীর উদ্বোধন

ছবি:সংগৃহীত

মুজববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরী চালু করা হয়েছে। বৃহস্পতিবার  বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। একই সময়ে হলে বঙ্গবন্ধু কাউন্সিলিং সেলেরও উদ্বোধন করেন তিনি।

হলের আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আজহারী উপস্থিত ছিলেন।

হল প্রভোস্ট ড. রেবা মন্ডল জানান, 'প্রাথমিক ভাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীকেন্দ্রিক ২১৮ টি বই নিয়ে লাইব্রেরীর যাত্রা শুরু হয়েছে। ধীরে ধীরে আরো সম্প্রসারিত হবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড রাশিদ আসকারী বলেন, ‘নারীদের ব্যপারে আমাদের প্রচলিত ধারনা থেকে বের হতে হবে। নারী পুরুষের দেহ কাঠামোর তারতম্য থাকতে পারে। কিন্তু বাস্তবতা হলো কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। শুধু সন্তান জন্মদান ই নারীর কাজ নয়। নারী বিকশিত হবে সমাজ বদলে দেয়ার  হাতিয়ার হিসেবে। আজকের এ  লাইব্রেরীর উদ্বোধনের মধ্যে দিয়ে এ হলের ছাত্রীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা গড়ার সহায়ক হবে।'