আজ চসিকের আওয়ামী লীগের প্রর্থী চুড়ান্ত হবে

আজ চসিকের আওয়ামী লীগের প্রর্থী চুড়ান্ত হবে

ফাইল ছবি

চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগের পরবর্তী মেয়র প্রার্থী কে, তা আজ শনিবার সন্ধ্যা ছয়টার বৈঠকে নির্ধারিত হবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে।

চট্টগ্রাম সিটির মেয়র হতে মোট ১৯ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ফরম জমা দেওয়ার সময়সীমা ছিল। গতকাল ফরম কিনেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সাংসদ আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন, আইনজীবী মনোয়ার হোসেন ও দীপক কুমার পালিত।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, শনিবার (আজ) সন্ধ্যা ছয়টায় দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। মনোনয়নপ্রত্যাশীদেরও ডাকা হয়েছে। তবে তাঁরা বৈঠকে থাকবেন না। চট্টগ্রাম সিটির মেয়র হওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশীরা রাজধানীতে নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। তৎপরতার পাশাপাশি একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এতে মূল ধারার রাজনীতিবিদেরা মনোনয়নপ্রাপ্তির প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে যাচ্ছেন। এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ী কিংবা অরাজনৈতিক নেতারা। কারণ, যে ১৯ জন দলীয় ফরম কিনেছেন, তাঁদের মধ্যে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন।

নাম প্রকাশ না করে দলীয় দুজন নেতা জানান, নৌকার ওপর ভর করে কেউ কেউ বৈতরণি পার হতে চাইছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইতিহাসে এবার আওয়ামী লীগ থেকে সর্বোচ্চসংখ্যক মেয়র হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এ কারণে একজন অন্যজনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, যা অনাকাঙ্ক্ষিত। এতে রাজনীতির ক্ষতি হচ্ছে। কিন্তু দলীয় সভাপতি সবার সম্পর্কে জানেন। তিনি ভেবেচিন্তে প্রার্থী চূড়ান্ত করবেন।

দলীয় সূত্র জানায়, মূলধারার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বর্তমান আ জ ম নাছির উদ্দীন ছাড়াও নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, খোরশেদ আলম ও আলতাফ হোসেন এবং কোষাধ্যক্ষ আবদুচ ছালাম রয়েছেন। আলোচনায় আরও আছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সাবেক সেনা কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ছেলে ও নগর আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী এবং সাবেক মন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমান।

চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি বলয় রয়েছে। একটির নেতৃত্বে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং অন্যটির নেতৃত্বে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীকে এই দুজনের ওপর নির্ভর করে প্রচারণা চালাতে হবে।