দেশ বেসরকারি খাতের জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে : নসরুল হামিদ

দেশ বেসরকারি খাতের জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে : নসরুল হামিদ

ছবি:সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের জন্যই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্যাপটিভ ছাড়াই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮ হাজার ৭১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃজনেও বেসরকারি খাতের অবদান লক্ষণীয়। গুণগত মান সম্পন্ন শিক্ষা বিস্তারে বেসরকারি খাতের আরো কাজ করার সুযোগ রয়েছে। সম্মিলিত উদ্যোগে আস্তে আস্তে বাংলাদেশ সোনার বাংলার দিকে ধাবিত হচ্ছে।

আজ শনিবার দুপুরে ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে ‘বসুন্ধরা বিটুমিন প্লান্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুয়েটের সাবেক অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ বক্তব্য রাখেন।