স্বল্প ব্যয়ে হৃদরোগের চিকিৎসা সেবা খুলনা আদ্-দ্বীনে

স্বল্প ব্যয়ে হৃদরোগের চিকিৎসা সেবা খুলনা আদ্-দ্বীনে

ফাইল ছবি

খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প ব্যয়ে হৃদরোগের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। শনিবার হাসপাতালে “আকিজ কার্ডিয়াক সেন্টার” উদ্বোধনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। এখন থেকে এনজিওগ্রামের মাধ্যমে হাসপাতালে হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান শাকিল আহম্মদ, উপধ্যক্ষ ডা. আশফাকুর রহমান, কার্ডওলজি বিভাগের প্রধান, ডা. আরিফ আহম্মেদ সোহান, ডা. বেলাল হোসেন, ব্যবস্থাপক মো. হোসেন আলী, মনিরুজ জামান, শামিমা সুলতানা, বাপ্পা দিপ্ত্য বসু প্রমুখ।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন,“আমার বাবা মরহুম সেখ আকিজ উদ্দিন ছিলেন হৃদরোগের রোগী। তাই আমার স্বপ্ন ছিল হৃদরোগ বিভাগের মাধ্যমে মানুষের সেবা দেওয়া। খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে বাবার নামেই হৃদরোগ বিভাগ ‘আকিজ কার্ডিয়াক সেন্টার’ খোলা হয়েছে। এ বিভাগের মাধ্যমে স্বল্প ব্যয়ে হৃদরোগীরা চিকিৎসা নিতে পারবে।”