কুর্মিটোলায় মাইক্রোবাসের ধাক্কায় ১৪ পথচারী আহত

কুর্মিটোলায় মাইক্রোবাসের ধাক্কায় ১৪ পথচারী আহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় ১৪ পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক কাজী শাহনেওয়াজ বলেন, 'কুর্মিটোলা বাস স্টপেজে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর মাইক্রোবাস উঠিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটে।

 তিনি বলেন, শাহবাগ থেকে একটি মাইক্রোবাস কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছিল। বিমানবন্দর সড়ক থেকে হাসপাতালের রাস্তায় ঢোকার ঠিক আগমুহূর্তে চালককে হঠাৎ এয়ারপোর্ট যেতে বলেন মাইক্রোবাসের যাত্রী।

চালক মাইক্রোবাসটি ডানে টার্ন করার সময় আজমেরি পরিবহনের একটি বাস চাপ দেয়। এসময় তিনি দ্রুত চালিয়ে বাসটিকে ওভারটেক করতে গিয়ে পথচারীদের ওপর তুলে দেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  এতে আট থেকে ১৪ জন আহত হয়েছে। এখনো কেউ মারা যায়নি। চার জনকে কুর্মিটোলা হাসপাতালে  এবং গুরুতর আহত ছয় জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’প্রাইভেটকারটি পুলিশ জব্দ করেছে। চালককে আটক করেছে পুলিশ।