কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

ছবি:প্রতীকী

 কক্সবাজারের টেকনাফ উপকূলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মানবপাচারকারী সালাম নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাদেরও তিন সদস্য আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

তথ্য সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়ন নোয়াখালী পাড়ায় পুলিশের একটি দল মানবপাচার বিরোধী অভিযান চালায়। অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ী গুলিবর্ষণ করে। এতে পুলিশের ৩ জন সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অপরাধীরা সু-কৌশলে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মানবপাচারে জড়িত এক ব্যক্তি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত হন । মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।