তুর্কি-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহত ৭

তুর্কি-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহত ৭

ছবি: সংগৃহীত

ইরান-তুরস্ক সীমান্তে আজারবাইন প্রদেশে  শক্তিশালী ভূমিকম্পে ৭জন নিহত ও অন্তত ২৫জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে রিখটারস্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সীমান্তবর্তী ওয়ান এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি বলেছে, এ ভূমিকম্পে দেশের পশ্চিম আজারবাইজান প্রদেশের কোতুর এলাকার ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইরানের জরুরি উদ্ধার বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত এ ভূমিকম্পে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে। এ ভূমিকম্প ইরানের পূর্ব আজারবাইজান ও কুর্দিস্তান প্রদেশেও অনুভূত হয়েছে।একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। সেখানে আহত হয়েছে আরও পাঁচজন।