‘বঙ্গবন্ধু’র বায়োপিকে শুভ, তিশাসহ ৫০ শিল্পীর নাম প্রকাশ

‘বঙ্গবন্ধু’র বায়োপিকে শুভ, তিশাসহ ৫০ শিল্পীর নাম প্রকাশ

ছবি:সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকার প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণযোগ্য ‘বঙ্গবন্ধু’ শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে ৫০জন নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত এই তালিকা অনুযায়ি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরেফিন শুভ। এছাড়া নুসরাত ইমরোজ তিশা করবেন রেনুর বড়বেলার চরিত্রে এবং  শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এছাড়া রেনুর ছোটবেলার চরিত্রে দীঘি, শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে শতাব্দী ওয়াদুদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, রেনুর দাদার চরিত্রে গাজী রাকায়েত, সাহেরা খাতুন(বয়স্ক) চরিত্রে দিলারা জামান, এ,কে, ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর এবং শওকত মিয়ার চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করবেন। উল্লেখ্য, বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। এ ছবিটি পরিচালনা করবেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।ইতোমধ্যে এর জন্য এফডিসির বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণের কাজ চলছে।