করোনা সংক্রমন : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

করোনা সংক্রমন : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

ছবি:সংগৃহীত

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এবার করোনার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর পরই কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে।এ নিয়ে যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে। খবর বিবিসির।

এছাড়া বুধবার থেকে কভিড-১৯ সনাক্তে হোয়াইট হাউস দেশব্যাপী বিস্তৃত পরীক্ষা শুরু করে। দেশটির ১৬টি অঙ্গরাজ্যে অন্তত দেড়শ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

চীনের উহান থেকে বিশ্বের অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা পেরিয়েছে তিন হাজার ২০০।

ক্যালিফোর্নিয়ায় মারা যাওয়া ওই ব্যক্তি গত মাসে সান ফ্রান্সিসকো থেকে মেক্সিকোগামী একটি প্রমোদতরীর যাত্রী ছিলেন। সেখানেই তিনি এই ভাইরাসের সংস্পর্শে আসেন বলে কর্মকর্তাদের ধারণা করছেন কর্তৃপক্ষ।