করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু

করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাস সংক্রমণে ইতালিতে একদিনে ১৩৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৩৬৬ জনে প্রাণহানি হয়েছে। 

জানা গেছে, ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজারেরও বেশি নাগরিক। ইতালির উত্তরাঞ্চলে রবিবার পর্যন্ত ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মোট ১০৭ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বব্যাপী ৩,৮২৩ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।  

চীনের পর ইতালিতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।  চীনে গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮১ হাজার।

সূত্র : বিবিসি