বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টিকেট বিক্রি সীমিত করলো বিসিবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টিকেট বিক্রি সীমিত করলো বিসিবি

ছবি: সংগৃহীত

সারা বিশ্বে করোনা ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। তার ঢেউ আছড়ে পড়ল বাংলাদেশেও। প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দু'জন ইতালিফেরত। তৃতীয়জন পরিবারের সদস্য। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। 

করোনা ভাইরাসের কারণে আজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের টিকেট বিক্রি সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা জনসচেতনতার স্বার্থে একজনকে একটির বেশি টিকেট দিচ্ছি না।’

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, আমরা বিক্রি কমিয়েছি সচেতনতার জন্য যাতে ভীড়টা একটু কম হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবার দেশের মাটিতে শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এর পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেন তারা। টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগাররা। বিবিসি।