বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশসহ এ ভাইরাসে আক্রান্ত একশরও বেশি দেশ। বিশ্বব্যাপী অনেক জায়গাতেই খেলাধুলার আয়োজন স্থগিত হয়ে যাচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলো কাতার-২০২২ বিশ্বকাপ এবং চীন-২০২৩ এশিয়া কাপ বাছাই রাউন্ড-২ এর বাংলাদেশের সবগুলো ম্যাচ।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আজ (সোমবার) মার্চ ও জুনের নির্ধারিত বাছাই পর্বের ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে।

২৬ মার্চ বাংলাদেশের পরের ম্যাচটি ছিল সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া ৩১ মার্চ দোহায় কাতারের বিরুদ্ধে, ৪ জুন ঢাকায় ভারতের বিরুদ্ধে এবং ৯ জুন ঢাকায় ওমানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো ছিল।

তবে ফিফা ও এএফসি সংশ্লিষ্ট দেশগুলোর ওপরও কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। দুই দেশ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচ খেলতে চাইলে নির্ধারিত তারিখেই খেলতে পারবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ওই দুই দেশকে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তবে বাফুফে এ অবস্থায় ম্যাচ চালিয়ে না যাওয়ার পক্ষে। তাই সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফেও।

বাংলাদেশের সাথে আফগানিস্তানও সম্মত হয়েছে ২৬ মার্চ ম্যাচ না খেলার ব্যাপারে। তবে কাতার সরাসরি কিছু বলেনি তাদের মাঠে ৩১ মার্চের কাতার- বাংলাদেশ ম্যাচ হবে কিনা। তবে কাতার ইতোমধ্যে তাদের মাটিকে বিভিন্ন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এর মধ্যে আছে বাংলাদেশও। ফলে ধরেই নেয়া যায় কাতারের ম্যাচটিও।

বাফুফে সেক্রেটারি জানান, আমরা কাতারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। হয়তো খুব তাড়াতাড়ি তা পেয়ে যাবো।

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ বাতিল হওয়ায় দেশে ফিরে যেতে উদগ্রীব জাতীয় দলের বৃটিশ কোচরা। তারা নিজ দেশে পরিবারের সাথে নিরপাদে থাকতে চায়।