করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি ট্রাম্পের

করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি ট্রাম্পের

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারোনাভাইরাস হয়েছে কিনা এ সংক্রান্ত কোনো ধরণের পরীক্ষা করা হয়নি। যদিও তার সাথে সম্প্রতি যোগাযোগ হয়েছে এমন দুজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় নিজ থেকে কোয়ারেন্টাইনে আছেন।

তারা সম্প্রতি এমন একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন যেখানে একজনের করোনায় আক্রন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই মার্কিন প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। 

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফিন গ্রিসাম এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ রোগের পরীক্ষা করেননি কারণ তিনি এই রোগে আক্রান্ত কারোর দীর্ঘ সংস্পর্শে আসেননি বা তার মধ্যে এধরণের কোন লক্ষণও দেখা যায়নি।

বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা ভাল। তার ব্যক্তিগত চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৩১ জনের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৩৬টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগে ২৯ জন মারা গেছে। শুধু ওয়াশিংটন রাজ্যেই কমপক্ষে ২৪ জন মারা গেছে। তাদের বেশিরভাগ সিয়াটল শহরের বেশিরভাগ মানুষ। মারা যাওয়াদের মধ্যে ১৯ জনই সিয়াটলের একটি নার্সিং হোমের সাথে জড়িত। আল জাজিরা।