করোনা ঠেকাতে সকল ভিসা বাতিল করলো ভারত

করোনা ঠেকাতে সকল ভিসা বাতিল করলো ভারত

ফাইল ছবি

 করোনা ভাইরাস এখন এক আতঙ্কের নাম । সারা বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি বালে  ঘোষণা দিয়েছে। ভারত  করোনা  ভাইরাস ঠেকাতে সকল দেশের ভিসা বাতিল করেছে । বিষেশ প্রয়োজন ছাড়া কেউ ভারত প্রবেশ করতে পাবেনা । শুক্রবার রাত ১২ টার পর থেকে সকল ভিসা বাতিল হয়ে  আগামি ১৫ এপ্রিল পর্যন্ত বিধি টা বলবৎ থাককে বলে জানিয়েছে ভারত।

তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।

একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।

এই সময়ে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।