ভাল সেবা পেয়েই আদ্-দ্বীন হাসপাতালে আসি

ভাল সেবা পেয়েই আদ্-দ্বীন হাসপাতালে আসি

ছবি : এস.এম আব্দুল্লাহ

তবিবুর রহমান আকাশ

স্বল্প ব্যয়ে মানসম্মত সেবা, ডাক্তার-নার্সদের নিবিড় পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ পেয়েই আদ্-দ্বীন হাসপাতালে সেবা নিতে আসেন রোগীরা। বৃহষ্পতিবার যশোরে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন সেবা নিতে আসা রোগীরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিজিএম (প্রশাসন ও মানব সম্পদ) মো: তারিকুল ইসলাম মুকুল, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. সঞ্জয় সাহা, হাসপাতালের ম্যানেজার সুভাসিনী বিশ্বাস, শাহিনা ইয়াসমিন, মুজাহিদুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘সেবার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই।  আদ্-দ্বীন হাসপাতাল সেই লক্ষে কাজ করছে। রোগীরা হাসপাতালে এসে  যাতে সর্বোচ্চ সেবা নিতে পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করছি।

এছাড়াও নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এরআগে বেলা ১১টায় আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়ায় রোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।