মেসিসহ বার্সেলোনা স্কোয়াড কোয়ারেন্টিনে

মেসিসহ বার্সেলোনা স্কোয়াড কোয়ারেন্টিনে

ফাইল ছবি

করোনা ভাইরাস এখন সারা বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে ।করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বড় বড় ফুটবল লীগ গুলো। স্থগিত করা হয়েছে  লা-লীগার সকল ম্যাচগুলো।

করোনা ভাইরাসের আশঙ্কায় এবার কোয়ারেন্টিনে রাখা হলো লিওনেল মেসিসহ পুরো বার্সেলোনা স্কোয়াডকে। বার্সেলোনায় নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। দুদিন আগে কোয়ারেন্টিনে রাখা হয় স্পেনের অপর শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও স্টাফদের। শুক্রবার বার্সেলোনা ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ক্লাবের মেডিক্যাল ম্যানেজারের পরামর্শে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সিনিয়র দলের সব কর্মকা- স্থগিত করা হয়েছে। সভাপতি জোসেপ বার্তোমেউ, ডাক্তার হুয়ামে পাদরোস ও ডাক্তার অ্যান্টনি ত্রিয়ার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
গত দু’দিনে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে স্পেনে। দেশটিতে কভিড-১৯ শনাক্ত হয়েছে ৪০০০-এর বেশি মানুষের শরীরে  ইতিমধ্যে প্রাণ গেছে ৯০ জনের।