করোণা ভাইরাস প্রতিরোধে যশোরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

করোণা ভাইরাস প্রতিরোধে যশোরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ছবি:সংগৃহীত

করোণা ভাইরাস প্রতিরোধে যশোরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী পালন ছাড়াও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল এবং এ্যাম্বুলেন্স। এদিকে চৌগাছার ইতালী ফেরত এক ব্যক্তির পরিবারের  ৬ জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তারা বর্তমানে সুস্থ আছেন।এছাড়াও মনিরামপুরের একজন সৌদি ফেরত নারী জ্বর ও গলা ব্যাথা নিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকেও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎকসরা। সকলেই এখন ভালো আছেন এবং তাদের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।

এছাড়া যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, করোণা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। জনসচেতনতামুলক লিফলেট বিতরণ ও মাইকিং করা ছাড়াও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা হাসপাতালে ১০০ এবং সদর হাসপাতালে ২০০ রোগী রাখার জন্য  প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও প্রস্তুত রাখা হয়েছে বিশেষ এ্যাম্বুলেন্স। রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের জন্য আনা হয়েছে বিশেষ গাউন। এছাড়া প্রতিটি উপজেলায় সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে।