করোনা আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ বাতিল

করোনা আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ বাতিল

ছবি: সংগৃহীত

বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ভারতে স্থগিত হয়েছে ভারত -দক্ষিন আফ্রিকা  ওয়ানডে সিরিজি । শীর্ষস্থানীয় বিসিসিআই কর্মকর্তা  জানিয়েছেন, ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল ধর্মশালায়। পরের দুটো ম্যাচ হওয়ার কথা ছিল লখনৌ ও কলকাতায়। কিন্তু করোনাভাইরাসের জন্য বাতিল করে দেয়া হলো সিরিজ।

শুক্রবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা বিসিসিআই জানিয়ে দিল এই সিরিজের বাকি দুটো ম্যাচ আর খেলা হচ্ছে না। যদিও বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামেই বাকি দুটো ম্যাচ খেলা হবে। কিন্তু শুক্রবার বিকেলেই সিদ্ধান্ত বদলে বাতিল করা হলো সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা ছিল লখনৌতে। শুক্রবার দুই দল পৌঁছেও গিয়েছিল সেখানে।

ওই কর্মকর্তা আরো বলেন, দক্ষিণ আফ্রিকা দল সবার আগে যে বিমান পাবে তাতেই দিল্লি হয়ে দেশে ফিরে যাবে।

সরকারের নির্দেশ মেনে বিসিসিআই এই সিরিজের বাকি দুটো ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো বৃহস্পতিবারই সিএবি টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছিল। তৃতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু সেই ঝুঁকিও নিতে চাইছে না কোনো পক্ষই।

বিসিসিআই জানিয়েছে, ‘সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বিসিসিআই, ক্রীড়া ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাথেও।

শুক্রবারই দেশের রাজধানী দিল্লিতে সব রকমের স্পোটিং ইভেন্ট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।