দেশে ফিরেছেন ভারতের কোয়ারেন্টিনে থাকা ২৩ বাংলাদেশি

দেশে ফিরেছেন ভারতের কোয়ারেন্টিনে থাকা ২৩ বাংলাদেশি

ছবি:সংগৃহীত

দেশে ফিরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারতের কোয়ারেন্টিনে থাকা ২৩ বাংলাদেশি। আজ বিকেল তিনটার দিকে এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন। তাদেরকে দেশে ফিরিয়ে আনার পুরো খরচ বহন করেছে বাংলাদেশ সরকার। ২৩ বাংলাদেশীর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। তাদের সঙ্গে ছোট্ট বাচ্চাসহ একটি পরিবারও রয়েছে।
আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান।

শিক্ষার্থীরা এ সময় বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগীতা এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য দিল্লি ও বেইজিং দূতাবাসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।