করোনা আতঙ্কে ফ্রান্সে জরুরি অবস্থা জারি

করোনা আতঙ্কে  ফ্রান্সে জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

ইউরোপে করোনা ভাইরাস সংক্রমণ আরো প্রকট হয়েছে। কোয়ারেন্টিন ঘোষণা করেও থামানো যাচ্ছে না মৃত্যু, সংক্রমণ। ইতালির পর এবার স্পেন ও ফ্রান্স এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সুদূরপ্রসারি বিধিনিষেধ আরোপ করেছে। ঘোষণা করা হয়ছে জরুরি বিধিনিষেধ। অত্যাবশ্যকীয় দ্রব্য, ওষুধ কেনা অথবা কাজে যাওয়া ছাড়া ঘর থেকে লোকজনের বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।  ফ্রান্সে ৯১ জন মারা যাওয়ার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  

ফ্রান্সের জনসংখ্যা ৬ কোটি ৩৫ লাখ। সেখানে কমপক্ষে ৪৪০০ মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। দেশটির প্রধানমন্ত্রী এডোয়ার্ডো ফিলিপ্পে বলেছেন, ফ্রান্সে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রোগির সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে আগেভাগে যেসব নির্দেশনা দেয়া হয়েছিল জনগণের উদ্দেশে তা অবজ্ঞা করছেন অনেকেই। ফ্রান্সে রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা, নাইটক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে শনিবার গ্রিনিচ মান সময় রাত ১১টা থেকে।বিবিসি