নাইজেরিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৫জন নিহত

নাইজেরিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৫জন নিহত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানীর লাগোসের উপকন্ঠে একটি গ্যাস প্রসেসিং প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৫০টি ভবন ধ্বংস হয়েছে। গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের পর সেখানে মারাত্মক রকমের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, কয়েকটি গ্যাস সিলিন্ডারে একটি ট্রাক ধাক্কা দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটিতে ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন রয়েছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক ইব্রাহিম ফারিনলোয়ে জানান, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশের বহুসংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণে জাতীয় পর্যায়ে তেলজাত পণ্য পরিবহনের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে এর বড় কোনো প্রভাব পড়বে না।পার্সটুডে