বিদেশ থেকে এলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক : মন্ত্রিসভা

বিদেশ থেকে এলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক : মন্ত্রিসভা

ছবি:সংগৃহীত

বিদেশ থেকে আগত সবাইকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সমস্ত স্থানীয় বা বিদেশি নাগরিককে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধি অনুসরণ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন শিশু এবং একজন নারী।’ নতুন করে তিনজন আক্রান্ত হওয়ায় প্রাণঘাতি করোনাভাইরাসে বাংলাদেশ মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ জনে।