দশদিন চোরের একদিন গেরস্থের

দশদিন চোরের একদিন গেরস্থের

ছবি : সংবাদাতা

 দশদিন চোরের একদিন গেরস্থের। এমনি একটি ঘটনা ঘটেছে ট্রেন চোরের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে তেল চুরির ঘটনা ঘটে আসছিল। অবশেষে র‌্যাবের জালে এক চোর আটকে গেছে। অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার ট্রেনের চোরাই তেলসহ ঐ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব।

আটক পিন্টু হোসেন (৩৮) উপজেলার শৈলপাড়া এলাকার রিয়াজ হোসেনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে গড়কাল মঙ্গলবার ভোরে ঈশ্বদী সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশ থেকে পিন্টুকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে ঈশ্বদীর ফতে মোহাম্মাদপুরে এলাকার জনৈক মিজানুর রহমানের দোকান ও বিভিন্ন স্থান থেকে পাঁচ হাজার লিটার ট্রেনের চোরাই তেল জব্দ করা হয়। তবে মিজান পলাতক রয়েছে।

র‌্যাব জানায়, আটক পিন্টু দীর্ঘদিন ধরে ট্রেনের একটি চক্রের সাথে যোগসাজসে ট্রেনের তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় মামলা হয়েছে।