জামিন পেলেন মানবজমিনের প্রধান সম্পাদক

জামিন পেলেন মানবজমিনের প্রধান সম্পাদক

মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী

মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন মঞ্জুর করে। এসময় মতিউর রহমান চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। মানবজমিন প্রধান সম্পাদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।

সাইফুজ্জামান শিখর গত ৯ই মার্চ রাজধানীর শেরেবাংলানগর থানায় মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গত ২রা মার্চ মানবজমিনে প্রকাশিত ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে এ মামলাটি করা হয়। যদিও এ রিপোর্টের কোথাও সাইফুজ্জামান শিখরের নাম ছিল না।