ব্রিটেনে সব স্কুল বন্ধ ঘোষণা

ব্রিটেনে সব স্কুল বন্ধ  ঘোষণা

ছবি:সংগৃহীত

করোনাভাইরাস থেকে রাক্ষা পেতে ব্রিটেনের সব স্কুল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেন।

তিনি বলেছেন, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হবে। তবে তিনি বলেছেন তিনি এই মেয়াদ যতটা সম্ভব কম রাখতে চেষ্টা করবেন। জনসন স্কুল বন্ধ করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছিলেন, কিন্তু কিছুক্ষণ বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন যে ভাইরাস যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে এটা এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এ সংখ্যা দিন দিন আরো বাড়ার আশঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৭ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ১৯ হাজার ২৪০ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৫২৮ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৮১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।