নিয়মিত ভিসা সার্ভিস স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

নিয়মিত ভিসা সার্ভিস স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ছবি:সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অধিকাংশ দেশের সাথে তাদের নিয়মিত ভিসা সেবা স্থগিত করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।

তারা আরো জানায়, ২০২০ সালের ১৮ মার্চের পর বিশ্বের অধিকাংশ দেশে থাকা মার্কিন দূতাবাস ও কনস্যুলেট তাদের নিয়মিত সকল ইমিগ্রান্ট ও নন-ইমিগ্রান্ট ভিসা সেবা বাতিল করেছে।

ভিসা সেবার এ স্থগিতাদেশ থেকে কোন দেশ মুক্ত থাকবে সে ব্যাপারে তারা সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। মরণব্যাধী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী চ্যালেঞ্জের অংশ হিসেবে তারা এ পদক্ষেপ নিচ্ছে। সূত্র : বাসস