রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ হেলিপাড মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৮) উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩)।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২), রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১) তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরপর সবাইকেই আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুই যুবক।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।