করোনার বন্ধে টিভিতে প্রচার করা হবে পাঠ দান

করোনার বন্ধে টিভিতে প্রচার করা হবে পাঠ দান

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ‘সংসদ টেলিভিশনে’৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণী কার্যক্রম প্রচারের সিন্ধান্ত নিয়েছে সরকার। এটুআইয়ের সহায়তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। পরীক্ষামূলকভাবে আগামী মঙ্গল, বুধ ও বৃস্পতিবার শ্রেণি কার্যক্রম প্রচার করার পরিকল্পনা করা হয়েছে। এটা সফল হলে পরবর্তীতে সংসদ টিভিতে প্রতিদিন ৭টি করে প্রতিসপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পাঠলাভ করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘করোনার বন্ধে টিভিতে পড়াশোনা করানো একটা চমৎকার আইডিয়া।’