করোনা : ভারতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

করোনা : ভারতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

ছবি:সংগৃহীত

সারা বিশ্বের মতো ভারতেও করোনা ভাইরাস চরম আকার ধারণ করায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সমগ্র ভারতজুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের রেল মন্ত্রণালয় ও প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ থাকবে। রোববার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমমবঙ্গের রাজধানী কলকাতার মেট্রো চলাচলও।

এদিকে জনতা কারফিউয়ের জন্য এমনিতেই রোববার সকাল থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। শুধুমাত্র দূরপাল্লার যে ট্রেনগুলো যাত্রা শুরু করেছিল, সেগুলো চলেছে রোববার।

আর এর মধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে হয়েছে ৩২৪। ভাইরাসের সংক্রমণ রুখতে দেশটির একাধিক রাজ্যে আংশিক ‘লকডাউন’ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়া আটকাতেই এ বার ভারতের লাইফলাইন ট্রেন পরিষেবাকেই পুরোপুরি বন্ধ করে দেয়ার হয়েছে। সূত্র : আনন্দবাজার