নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার জরুরি অবস্থা ঘোষণা করলো নিউজিল্যান্ড। বুধবার মধ্যরাত থেকে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে দেশটি। গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পার্লামেন্টে এই ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত করা গেছে ২০৫ জনের শরীরে। এখনই এর সংক্রমণ থামাতে চায় সরকার। তাই এক মাসের জন্য জরুরি অবস্থা জারির কথা জানালেন আর্ডার্ন, ‘আজ (বুধবার) মধ্যরাত থেকে চার সপ্তাহের জন্য আমরা ঘরে থাকার চেষ্টা করবো। এই ভাইরাসকে আমরা থামাবোই।’

নিউজিল্যান্ড সরকার প্রধানের বিশ্বাস, এই পদক্ষেপের কারণে কয়েক সপ্তাহের মধ্যে তারা কঠিন অবস্থা কাটিয়ে উঠতে পারবেন। আইসোলেশনে থাকার কৌশল শিখিয়ে দিলেনি আর্ডার্ন, ‘কী করা উচিত আর কী করা উচিত নয়, এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে একটা কথাই বলবো: এমনভাবে থাকুন যেন আপনার কোভিড-১৯ হয়েছে।’

পানশালা, রেস্টুরেন্ট, ক্যাফে, জিম, সিনেমা, পুল, জাদুঘর, লাইব্রেরির মতো জনসমাগম স্থানগুলো বন্ধ থাকবে এই এক মাস। তবে সুপারমার্কেট, হাসপাতাল ও অন্য জরুরি সেবার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান খোলা থাকবে।

জরুরি অবস্থা ঘোষণার পর নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পিনি হেনারের টুইট, ‘সিদ্ধান্তটা হালকাভাবে নেওয়া হয়নি। যদি আমরা আমাদের কাজটা করি এবং ঘরে থাকি তাহলে অনেক জীবন বাঁচাতে পারবো।’

নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হলো। প্রথমবার ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্প হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়, ওই দুর্যোগে প্রায় ২০০ জন মারা যান।