করোনা যুদ্ধে মেসি-রোনালদোর অনুদান

করোনা যুদ্ধে মেসি-রোনালদোর অনুদান

ছবি: সংগৃহীত

করোনার প্রভাবে জনজীবন বিপর্যস্ত। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলও বাড়ছে। তাই প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় মানবতার সেবায় নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনা যুদ্ধে সামিল হয়েছেন লিওনেল মেসিও।

রোনালদো ও তার এজেন্ট জর্জ মেন্ডেসও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দুজনে মিলে পর্তুগালের লিসবন ও পোর্তোর হাসপাতালে করোনা রোগীদের জন্য তিনটি ইনটেনসিভ কেয়ার ইউনিট বসাচ্ছেন। এজন্য তারা দান করেছেন এক মিলিয়ন পাউন্ড।

এ দিকে, আর্জেন্টাইন সুপারস্টার মেসি বার্সেলোনার এক হাসপাতালে দান করেছেন এক মিলিয়ন ইউরো। মেসির আর্থিক সহযোগিতার খবর নিজেদের টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লিনিক।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ২ হাজার ৩৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৯৭টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।